
সভাপতি-সুমনা, সম্পাদক-আকাইদ-
কুমিল্লায় আবৃত্তিচর্চার অগ্রদূত সংগঠন আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
গতকাল (১৫ আগষ্ট) সন্ধ্যায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্রে সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় এ কমিটি পুনর্গঠন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক রতন ভৌমিক প্রণয়। বরেণ্য আবৃত্তিশিল্পী ও প্রশিক্ষক এবং সংগঠনের সাবেক সভাপতি কাজী মাহতাব সুমন সঞ্চালনার দায়িত্ব পালন করেন।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে জানানো হয়, গত এক বছর ধরে সংগঠনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখায় কার্যকরী কমিটির সভাপতি তাহমিনা বেগমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কমিটির শূন্যপদে নতুন নেতৃত্ব নির্বাচনের প্রস্তাব উত্থাপন করা হয়।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠাকালীন সদস্য সুমনা সুমন (মুন্না দত্ত) কে সভাপতি এবং দেলোয়ার হোসাইন আকাইদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৮ সদস্যের কার্যকরী কমিটি পুনর্গঠন করা হয়।
নতুন কার্যকরী কমিটির অন্যরা হলেন—উপদেষ্টাঃ অধ্যাপক রতন ভৌমিক প্রণয়, সনাতন বাউল।
সহ-সভাপতি, সোহেলী নাজির, সৈয়দ ফয়সাল আহমেদ অনন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হক রিমন, অর্থ সম্পাদক সাজিয়া আফরিন।
নির্বাহী সদস্য কাজী মাহতাব সুমন, বিপ্লব সাহা, সর্বানন্দ নাহা, নুরুল আমিন তানভীর, অন্তরা আইচ, রাজন সাহা, দেবযানী পাল, স্বরূপ সরকার, মধুমিতা পাল, এস এ এম আল মামুন।
এছাড়া, রজতজয়ন্তী বর্ষপূর্তি উৎসবে যেসব প্রতিষ্ঠাকালীন সদস্য আনুষ্ঠানিকভাবে নিবন্ধন করেছিলেন, তাঁদের সম্মানিত সদস্য হিসেবে এই কমিটিতে যুক্ত রাখা হয়েছে।
আবৃত্তি সংসদ কুমিল্লা ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। কুমিল্লায় আবৃত্তিচর্চাকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে এ সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শুরু থেকেই নিয়মিত আবৃত্তি প্রশিক্ষণ, কর্মশালা, পাঠচক্র, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে কুমিল্লায় তরুণদের মধ্যে কাব্যচর্চার নতুন ধারা সৃষ্টি করে সংগঠনটি।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি অধ্যাপক রতন ভৌমিক প্রণয় সভায় বলেন, কুমিল্লায় সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি এই আবৃত্তি সংসদ। নতুন নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে সংগঠনটি আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে বলে আমাদের প্রত্যাশা।
সভা সঞ্চালক কাজী মাহতাব সুমন বলেন, “৩৩ বছর ধরে কুমিল্লার তরুণদের কাব্যচর্চায় আবৃত্তি সংসদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাংগঠনিক শক্তি বাড়াতে এ কমিটি নতুন প্রেরণা যোগাবে।”
নতুন সভাপতি সুমনা সুমন বলেন, “আবৃত্তি সংসদ কুমিল্লা শুধু আবৃত্তির চর্চা নয়, সাহিত্য-সংস্কৃতির আলোয় নতুন প্রজন্মকে আলোকিত করতে চায়। তরুণদের সম্পৃক্ততা বাড়াতে আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠচক্র ও প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবো।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ বলেন, “সংগঠনটি কুমিল্লার গৌরব। এর ঐতিহ্য ধরে রাখতে আমরা নতুন প্রজন্মের কাছে আবৃত্তিচর্চাকে আরও জনপ্রিয় করে তুলতে চাই। একই সঙ্গে জেলা ও জাতীয় পর্যায়ে আবৃত্তি সংসদ কুমিল্লার কার্যক্রমকে সমৃদ্ধ করাই আমাদের লক্ষ্য।