
কুমিল্লা প্রতিনিধিঃ
ঢাকা থেকে প্রকাশিত জাতীয় পত্রিকা দৈনিক বর্তমান বাংলার কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষীপুর ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং উপজেলা প্রতিনিধি সভা ও পরিচয় পত্র বিতরণ সম্পন্ন হয়েছে। আজ বিকেলে কুমিল্লার রাজগঞ্জে জেলা প্রতিনিধি মনোয়ার হোসেনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান বাংলার চট্টগ্রাম বিভাগীয় প্রধান মোঃ সিরাজুল মনির, সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি এস এম শাহীন, নোয়াখালী জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন হোসেন, ফেনী জেলা প্রতিনিধি শাহ আলম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম শিবলী, কুমিল্লা জেলার চট্টগ্রাম উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, লাকসাম প্রতিনিধি ইমরান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি এম আউয়াল, নাসিরনগর প্রতিনিধি চন্দন কুমার দেবনাথ, নবীনগর প্রতিনিধি ফরিদ আহমেদ ও সাখাওয়াত হোসেন প্রমুখ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন দৈনিক বর্তমান বাংলা হবে জনগণের মুখপত্র, ন্যায় নীতিতে অটল থেকে সকল প্রকারের সংবাদ পরিবেশন করবে। তিনি বলেন মফস্বলের সংবাদ কে গুরুত্ব সহকারে দেখতে হবে তাহলে দৈনিক বর্তমান বাংলা সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠবে। অনুষ্ঠান শেষে সকল প্রতিনিধিদের মাঝে পরিচয় পত্র বিতরণ করা হয়।

কুমিল্লা প্রতিনিধিঃ 

















