কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১লা সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে কুমিল্লা সিটিকর্পোরেশনের সাবেক মেয়র সাক্কুর নেতৃত্বে ব্যানার ফেস্টুন নিয়ে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
র্যালিটি নগরীর নানুয়া দিঘির পাড়স্থ তাঁর বাসভবন থেকে বের হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,বিএনপিচেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানে ছবি সম্বলিত প্লেকার্ড নিয়ে কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেন।
এর আগে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভায় বক্তব্য রাখেন-বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।
আনন্দ র্যালি ও আলোচনাসভায় বিএনপি ও তারঁ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কুমিল্লা নগরীর ২৭টি ওয়ার্ড ও ৬ টি ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসে অংশ নেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম বাবলু বার্তা সম্পাদক : তাজুল ইসলাম মিয়াজি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত