
মোঃ মাহফুজ আনোয়ার (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লা সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ০৫ কোটি ৭০ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) বিকেলে বুড়িচং উপজেলার শংকুচাইল বিওপিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক
লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান।
তিনি বলেন, বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
এসময় ০১কোটি ১৯ লক্ষ ৯১ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় উন্নত মানের শাড়ী ও স্ত্রী পিস এবং ০৪ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় চশমা জব্দ করা।
যব্দকৃত মালামালের বাজার মূল্য ০৫ কোটি ৭০ লক্ষ ৭১ হাজার টাকা।
এসময় আরো বলেন চলতি বছরে ১১০ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়।

মোঃ মাহফুজ আনোয়ার (কুমিল্লা) প্রতিনিধিঃ 

















