একাদশ শ্রেণির মেধাবী শিক্ষার্থী মো. সৌরভ হোসেন (১৮) দূরারোগ্য ব্যাধি ব্রেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছে। অথচ মাত্র ৮ লাখ টাকা হলেই তার জটিল অপারেশনটি সম্পন্ন করা যাবে। এতে বেঁচে যাবে একটি তাজা প্রাণ। কিন্তু হতদরিদ্র পরিবারের সন্তান হওয়ায় অর্থাভাবে সৌরভের চিকিৎসাসেবা থমকে গেছে। সঠিক ও পর্যাপ্ত চিকিৎসার অভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সে। সৌরভ হোসেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ফুলের নাওড়ী গ্রামের আব্দুল হান্নান মিয়াজী ও কামরুন নাহার লাভলী দম্পতির প্রথম সন্তান। সে কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
সৌরভের মা কামরুন নাহার লাভলী জানান, ২০২৪ সালে বিজয়করা সুফিয়া রহমান দাখিল মাদরাসা থেকে সৌরভ দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়। পড়ালেখায় সে অত্যন্ত পরিশ্রমী ও মেধাবী। আগামীর স্বপ্নকে বড় করতে কুমিল্লা সরকারি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হয় সে। তারপরই সে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। বিভিন্ন পর্যায়ের চিকিৎসা সেবা গ্রহণ শেষে ঢাকার কাকরাইলে অরোরা হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত¡াবধানে বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করা হলে তার ব্রেনে টিউমার ধরা পড়ে। যা ধীরে ধীরে ক্যান্সারের দিকে রূপ নিচ্ছে বলে চিকিৎসক জানান। বিশেষজ্ঞ চিকিৎসক তার ব্রেন অপারেশনের পরামর্শ দেন। তার বাবা একজন হতদরিদ্র অটোরিকশা চালক। ধার-দেনা করে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে চলতি বছরের ১৭ জানুয়ারি সৌরভের ব্রেনের জটিল অপারেশনটি করাও হয়। কিন্তু অপারেশনের পর আবারও সৌরভের স্বাস্থ্যের অবনতি ঘটলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নীরিক্ষা করার পর জানান, সৌরভের ফুসফুস ক্যান্সার হয়েছে। এরজন্য আরো একটি অপারেশনের প্রয়োজন। যাতে ব্যয় হবে প্রায় ৮ লাখ টাকা। বর্তমানে ঢাকা মিরপুর-১ এ অবস্থিত ডেল্টা হসপিটালে চিকিৎসাসেবা গ্রহণ করছে সৌরভ। প্রতিদিন তাকে ক্যামোথেরাপি দিতে হয়। এরই মাঝে সৌরভের ডান পাশ (হাত-পা) প্রায় অচল হয়ে গেছে। বর্তমানে তার অবস্থা বেশ শঙ্কটাপন্ন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে সে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বল্প সময়ের মধ্যে জটিল অপারেশটি করা না হলে সৌরভকে বাঁচানো প্রায় অসম্ভব। মেধাবী শিক্ষার্থী সৌরভ বাঁচতে চায়। চিকিৎসার জন্য সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছে সৌরভের পরিবার। তাকে সাহায্য করতে নিচে প্রদত্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর অথবা বিকাশ নম্বরে অর্থ পাঠিয়ে সৌরভের চিকিৎসা সহজ করতে পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হলো। অ্যাকাউন্ট নং-১৩০৭৮০১০২১৮৫৯, সোনালী ব্যাংক চৌদ্দগ্রাম শাখা, অথবা বিকাশ নং-০১৭৬৭০৪৯৭১১ (সৌরভের মমতাময়ী মা)।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম বাবলু বার্তা সম্পাদক : তাজুল ইসলাম মিয়াজি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত