, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় জনতার হাতে আটক ৩ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো স্থানীয়রা এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই ৩১ দফার মূল লক্ষ্য — বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী ইয়াছিন চৌদ্দগ্রামে তুলাপুষ্কুরণী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান “আমরা শহীদ জিয়াউর রহমানের সৈনিক, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই”- কামরুল হুদা কুমিল্লা সীমান্তে ০৫ কোটি ৭০ লক্ষ ৭১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য জব্দ চৌদ্দগ্রামে প্রতারণার মাধ্যমে প্রতিবন্ধী নারীর জমি দখল প্রতিবাদ করায় আদালতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

গফরগাঁও সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে বিএনসিসির অর্থ আত্মসাতের অভিযোগ

 

গফরগাঁও সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইউনিটের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই প্রভাষক দীর্ঘদিন ধরে বিএনসিসির প্রশিক্ষণ, পোশাক ও বিভিন্ন কার্যক্রমের বরাদ্দকৃত অর্থের ষাট হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার টাকা খরচ দেখিয়ে ছত্রিশ হাজার টাকা নিজে আত্মসাৎ করেছেন বলে ফোনালাপে তার স্বামীকে নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমেনা খাতুন।
এমন অডিও ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, ক্যাডেটদের জন্য বরাদ্দ থাকা খাবার, যাতায়াত, প্রশিক্ষণ উপকরণ ও অন্যান্য খাতে প্রাপ্ত অর্থ যথাযথভাবে খরচ না করে, তা গোপনে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। ফলে ভুক্তভোগী ক্যাডেটরা নিয়মিত অনিয়ম, অনুপযুক্ত সুবিধা এবং মানহীন সেবার সম্মুখীন হচ্ছেন।

বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রভাষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি।

স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত

গফরগাঁও সরকারি কলেজের প্রভাষকের বিরুদ্ধে বিএনসিসির অর্থ আত্মসাতের অভিযোগ

প্রকাশের সময় : ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ আগস্ট ২০২৫

 

গফরগাঁও সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন মিয়ার বিরুদ্ধে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ইউনিটের অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। কলেজ সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, ওই প্রভাষক দীর্ঘদিন ধরে বিএনসিসির প্রশিক্ষণ, পোশাক ও বিভিন্ন কার্যক্রমের বরাদ্দকৃত অর্থের ষাট হাজার টাকার মধ্যে চব্বিশ হাজার টাকা খরচ দেখিয়ে ছত্রিশ হাজার টাকা নিজে আত্মসাৎ করেছেন বলে ফোনালাপে তার স্বামীকে নিশ্চিত করেছেন অর্থনীতি বিভাগের প্রভাষক আমেনা খাতুন।
এমন অডিও ভিডিও ভাইরাল হতে দেখা যায়।

অভিযোগ রয়েছে, ক্যাডেটদের জন্য বরাদ্দ থাকা খাবার, যাতায়াত, প্রশিক্ষণ উপকরণ ও অন্যান্য খাতে প্রাপ্ত অর্থ যথাযথভাবে খরচ না করে, তা গোপনে ব্যক্তিগতভাবে ব্যবহার করা হয়েছে। ফলে ভুক্তভোগী ক্যাডেটরা নিয়মিত অনিয়ম, অনুপযুক্ত সুবিধা এবং মানহীন সেবার সম্মুখীন হচ্ছেন।

বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও, এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত প্রভাষকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও, তিনি সাড়া দেননি।

স্থানীয় সচেতন মহল ও শিক্ষার্থীরা বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।