
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের ‘করপাটি গ্রাম ইউনিট’ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে করপাটি গ্রামের অন্তত চার শতাধিক মহিলা ভোটার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।
শনিবার (৩০ আগস্ট) সকালে উপজেলার কনকাপৈত ইউনিয়নের করপাটি মধ্যমপাড়া মোল্লা বাড়িতে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ হাছান মজুমদার, সেক্রেটারি মো. পেয়ার আহমেদ মজুমদার, ইউনিয়ন জামায়াত নেতা অধ্যাপক মোহাম্মদ আলী মজুমদার, জামায়াতে ইসলামীর চৌদ্দগ্রাম উপজেলা মহিলা বিভাগের সেক্রেটারি মোসা. রেহানা আক্তার রানু, ০৯নং ওয়ার্ড নির্বাচনী কেন্দ্র কমিটির সভাপতি কাজী মো. ইলিয়াছ, সিনিয়র জামায়াত নেতা মো. আহসান উল্লাহ বেপারী, ০৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি মো. বেলাল হোসেন, বিশিষ্ট সমাজসেবক মাওলানা আব্দুল জলিল।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ০৯নং ওয়ার্ড জামায়াত নেতা মো. অহিদ উল্লাহ পাটোয়ারী, মহিন উদ্দিন মুন্সী, সাদ্দাম হোসেন মোল্লা, রেজাউল করিম ভুট্টু, জাহিদুল ইসলাম মোল্লা, মো. খোকন পাটোয়ারী, যুবনেতা মো: রুবেল মোল্লা, মো: বোরহান উদ্দিন মোল্লা, মো. রায়হান উদ্দিন মোল্লা সহ ০৯নং ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ ০৯নং ওয়ার্ড মহিলা বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী।