
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কুচকাওয়াজ, মাঠ প্রদর্শনী, তিনদিন ব্যাপী বিজয় মেলার আয়োজন সহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ৭১ এর স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের শান্তি কামনায় শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো. নূরুল আমিন এর নেতৃত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মো. সাফকাত আলী, উপজেলা কৃষি অফিসার মো. জুবায়ের আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম মীর হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
পরে চৌদ্দগ্রাম থানা প্রশাসনের পক্ষ থেকেও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় থানার অফিসার ইনচার্জ আবু মাহমুদ মো. কাউছার, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো. ছানাউল্লাহ সহ থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে চৌদ্দগ্রাম এইচ জে মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয় দিবস প্রদর্শনী সহ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা ও থানা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রদর্শনী স্বরূপ এক বিজয়ী মেলার আয়োজন করা হয়। মেলায় সর্বমোট ১০টি স্টল নিয়ে বিভিন্ন শিল্পের প্রদর্শনী ও প্রচার-প্রচারণা করে সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তাগণ। এ মেলা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
এছাড়া সমগ্র উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া-মিলাদ এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: 


















