
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে পাঁচ জয়ীতা পেয়েছেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার-২০২৫ খ্রিস্টাব্দ।’
গত মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নিবাহী অফিসার মো. নূরুল আমিন।
উপজেলা মহিলা বিষয়ক কমকর্তা শাহনাজ আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, সিনিয়র উপজেলা মৎস কমকর্তা লতিফুর রহমান, মাধ্যমিক শিক্ষা কমকর্তা এ কে এম মীর হোসেন, এনসিপির চৌদ্দগ্রাম উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. মামুন মজুমদার, উপজেলা ইউডিএফ কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।
অনুষ্ঠানে নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবন সংগ্রামের সফলতার জন্য মোসা. কহিনুর সুলতানা, সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য রাবেয়া বেগম, শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্যের জন্য নাছরিন সুলতানা, সফল জননী মোসা. সাহেদা আক্তার ও অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য (সফল নারী উদ্যোক্তা) বিলকিস আরা বেগমকে অদম্য নারী পুরস্কার -২০২৫ প্রদান করা হয়েছে।

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ 


















