
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে রবি ২০২৫-২৬ মৌসুমে সরিষা, গম, মসুর, সূর্যমুখী ও চিনাবাদাম ফসলের আবাদ ও উৎপান বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৮ শত কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) সকালে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জামাল হোসেন।
উপজেলা কৃষি অফিসার মো. জুবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিওড়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মো. এনামুল হক ভূঁইয়া, কালিকাপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার রফিকুল হাসান, কৃষকদের মধ্যে জামাল আহমেদ মোল্লা।
মুন্সীরহাট ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার আল-আমিনের পরিচালনায় এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার, উপ-সহকারী কৃষি অফিসার মো. আরিফ সোলাইমান মজুমদার, মো. জামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা কৃষকদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। আপনাদের ঘাম ও শ্রমের বিনিময়ে আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষকরা যেভাবে আমাদের জাতীয় অর্থনীতিতে অবদান রাখছে, তাদের এই ঋণ কখনো শোধ করা যাবে না। সরকার সবসময় কৃষককে বাঁচানোর জন্য এই প্রণোদনা দিয়ে থাকে। আজকে যারা সার ও বীজ পাচ্ছেন তারা সকলেই প্রকৃত কৃষক। এই এলাকায় প্রায় ৭০ হাজার কৃষক পরিবার রয়েছে। ধান চাষের পাশাপাশি অন্যান্য ফসলও উৎপাদন বৃদ্ধিকরণে সরকার সবসময় আপনাদের পাশে থাকবে।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: 

















