
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ্ত মিশ্রের সভাপতিত্বে উপজেলা মিনি হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার।
এতে বক্তব্য রাখেন উপজেরা কৃষি কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকারিয়া, সমাজসেবা কর্মকর্তা রাশেদ মিয়াজী, যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মৎস্য চাষী মো. ইসহাক মিয়া, এনজিও প্রতিনিধি কামরুল হাসান প্রমুখ। সভাশেষে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রেষ্ঠ তিনজন মৎস্য চাষীকে সন্মাননা ক্রেস্টও সনদ প্রদান করা হয়। পরে একটি র্যালী বের করে উপজেলা পরিষদ আঙ্গীনায় প্রদক্ষিণ করে এবং পরিষদ পুকুরে পোণা মাছ অবমুক্ত করা হয়।