
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগন্জ ইউনিয়নের দক্ষিণ আলীয়ারা গ্রামে দুই গোষ্ঠীর দ্বন্দ্বের জের ধরে ভায়াটিয়া সন্ত্রাসী দিয়ে নিজ বাড়ীর সামনে থেকে তুলে নিয়ে সাবেক মেম্বার আলা উদ্দিনকে কুপিয়ে হত্যার হত্যার অভিযোগ পাওয়া গেছে।
রোববার( ৩ আগষ্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আলা উদ্দিন মেম্বার সাবেক ইউপি চেয়ারম্যান সুরুজের ছেলে।
সরেজমিনে গিয়ে ভুক্তভোগী ও স্হানীয়দের সাথে কথা বলে জানা যায়,আলা উদ্দিন মেম্বার একই গ্রামের আপন চাচাত ভাই আবুল বশরের জানাযার নামাজ শেষে বাড়ী যাওয়ার পথে আলীয়ারা আজিয়ারা সড়কের নিজ বাড়ীর সামনে থেকে ৫-৬ জন সন্ত্রাসী মারধর করে সিএনজি চালিত অটোরিকশা তুলে নেওয়ার সময় স্হানীয়রা পিছন থেকে ধাওয়া করে। এরই মধ্যে সিএনজির মধ্যে সাবেক মেম্বার আলা উদ্দিনকে কুপিয়ে হত্যা করে। মৃত্যু নিশ্চিত হলে ঢালুয়া নাঙ্গলকোট সড়কের চান্দাইশ নামক স্হানে মরদেহ ফেলে দেয় পালিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর একটি টহল দল ২ জনকে আটক করে। মরদেহ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায় হাসপালে নেওয়ার আগে তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে আলা উদ্দিন মেম্বার গোষ্ঠীর লোকজন প্রতিপক্ষের বাড়ী ঘরে আগুন দেয়।
উল্লেখ্য পূর্ব শত্রতার জের ধরে দুই গোষ্ঠীর মধ্যে কয়েক বার হামলা পাল্টা হামলা ও গোলাগুলির ঘটনা ঘটে।এসকল ঘটনায় উভয়পক্ষে থানায় ৬ টি আদালতে ৪ টিসহ ১০ টি মামলা রয়েছে।
এ বিষয়ে প্রত্যক্ষদর্শি জনি বলেন,আমরা চাচা ভাতিজা আমার চাচা আবুল বশরের জানাজার নামাজ শেষ বাড়ীর কাছে আসতে সালেহ আহাম্মদ,রিয়াদ,শেখ ফরিদ,রিংকুর নেতৃত্বে আমার চাচা আলা উদ্দিনকে তুলে নিয়ে খুন করে আমি এর বিচার চাই। এঘটনায় আলা উদ্দিন মেম্বার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এ বিষয়ে নাঙ্গলকোট-চৌদ্দগ্রাম সার্কেল এএসপি নিশাত তাবাসসুম বলেন, খবর পেয়ে আমি ওসিকে নিয়ে ঘটনাস্হলে আসি,পুলিশের একটি দলকে সুরতহাল রিপোর্ট তৈরি করার জন্য হাসপাতালে রয়েছে।