
মোঃ আব্দুর রহিম বাবলু :-
কুমিল্লার নাঙ্গলকোটে সংকল্প পাশে থাকার এই স্লোগান নিয়ে গঠিত মানবিক ও সেচ্ছাসেবী সংগঠন প্রত্যয়ের উদ্যোগে ১ সেপ্টেম্বর সোমবার নাঙ্গলকোট উপজেলার আল জামিয়া আল ইসলামিয়া ফয়জুল উলূম সিঙ্গুরিয়া মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছ। এসময় সংগঠনের পক্ষ থেকে আম,কাঠাল, আমড়া, পেয়ারা,আতাফলের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রত্যয় সংগঠনের সহ-পরিচালক আব্দুল মান্নান , ক্রিয়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এম সালাহউদ্দিন, সহ- স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো: রমিজ আহমেদ,
সহ প্রচার সম্পাদক আব্দুর রহিম বাবলু, সদস্য মো: আরাফাত প্রমূখ সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আগামী দিনে মাদ্রাসার যেকোন অনুরোধে প্রত্যয় সংগঠন সব সময় পাশে থাকার ব্যাপারে আশা প্রকাশ করতেছে।