
বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এর উপর রাজধানীতে নৃশংস হামলার প্রতিবাদ ও দোষীদের অবিলম্বে গ্রেফতার এবং শাস্তি নিশ্চিতের দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রামে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ করে।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর নৃশংসা হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দ্রুত বিচার ও সাজা নিশ্চিত করতে হবে।
শনিবার (৩০ আগস্ট) বিকালে চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চৌদ্দগ্রাম উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি এইচ এম তামজিদ মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শরীফুল হক, কুমিল্লা জেলা গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার নিজাম বাঙালি, উপজেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. শান্ত মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, যুব অধিকার পরিষদ নেতা মো. কবির খাঁন প্রমুখ। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।