
শিবলী সাদিক খানঃ ময়মনসিংহ
সদর কোম্পানি, র্যাব-১৪,ময়মনসিংহ কর্তৃক ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোবাইল কোর্ট অভিযান পরিচলানা করে দালাল চক্রের সক্রিয় সদস্য ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মসিংহ এর আভিযানিক দল ২৯ অক্টোবর ২০২৫ খ্রি. সকাল অনুমান ০৯:০০ ঘটিকা হতে ১৫:৩০ ঘটিকা পর্যন্ত সদর কোম্পানি, র্যাব-১৪, ময়মনসিংহ এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত, জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাশিক খান শুষান গনদের নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্রের উপদ্রব নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দালাল চক্রের সক্রিয় সদস্য মোঃ মাসুদুল করিম (৪৮), ছামির (২৩), রুবেল (৫৫), আজাহার (৪৮), শামীম (২৭), আশরাফুল (২৩), হারিদুল ইসলাম (৪২), মোঃ আলামিন (২৫), তুষার আহম্মেদ (২৭), বিজয় (৫০), নজরুল ইসলাম (৪৫), ইদ্রসি আলী (৪০), শহিদুল ইসলাম (৩০), ইমন (১৯), নয়ন মিয়া (৪৮), চঞ্চল (৩৩)দের সরকারী কাজে বাধা প্রদান করায় ১৮৬০ সনের দন্ডবিধি আইনের ১৮৬ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ (বিশ) দিন বিনাশ্রম কারাদন্ড এবং আঃ রাজ্জাক (৬২)কে ১৪ (চৌদ্দ) দিন বিনাশ্রম কারাদন্ড, এবং মোঃ আলামিন (৪৫),কে উক্ত ধারা মোতাবেক ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সূত্রে জানা যায় উক্ত দালাল চক্রের সদস্যরা গরীব অসহায় রোগী ও তাদের স্বজনদের ভুল তথ্য দিয়ে, কম খরচ ও উন্নত চিকিৎসার মিথ্যা আশ্বাস দিয়ে এমনকি জিম্মি করে ফাঁদে ফেলে পছন্দের অনুমোদনহীন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দরিদ্র রোগীদের আর্থিক ক্ষতির সম্মুখীন করে থাকে।
জনগনের কল্যাণের স্বার্থে র্যাবের এমন জনবান্ধব কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট অভিযানিক কর্মকর্তা জানিয়েছেন।

শিবলী সাদিক খানঃ ময়মনসিংহ 









