, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত কুমিল্লায় দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি সভা এবং পরিচয় পত্র বিতরণ সম্পন্ন চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর কমিটি গঠন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান ওসমান হাদীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন হাদীর ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন যুবদলের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকের পায়ের সফল অস্ত্রোপচার চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন : কামরুল হুদা চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় যুবকের উপর হামলা-বেধড়ক মারধর, থানায় অভিযোগ

শিশুরা জাতির ভবিষ্যৎ ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস উদযাপিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

 

 

শিশুর হাসি, রাঙা ভোর উন্নয়নের মূল আলো প্রতিপাদ্যে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস -২০২৫। ০৬ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

 

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিশু-কিশোর, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষাদান ও বিকাশে আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। এই ধরনের দিবস শিশুদের অধিকার ও কল্যাণ সম্পর্কে সমাজকে আরও সচেতন করে তোলে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। তিনি বলেন, একটি শিশুও যেন অবহেলিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ, এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আমরা শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এ সময় বক্তারা শিশুদের সৃজনশীলতা বিকাশে অভিভাবকদের উদ্বুদ্ধ করেন এবং স্কুলভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

জনপ্রিয়

চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

শিশুরা জাতির ভবিষ্যৎ ময়মনসিংহে বিশ্ব শিশু দিবস উদযাপিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার

প্রকাশের সময় : ০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

 

 

শিশুর হাসি, রাঙা ভোর উন্নয়নের মূল আলো প্রতিপাদ্যে ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব শিশু দিবস -২০২৫। ০৬ অক্টোবর (সোমবার) সকাল ৯টায় বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

 

এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‌্যালি, যা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিশু-কিশোর, শিক্ষক, অভিভাবক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ বলেন, শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের সুরক্ষা, শিক্ষাদান ও বিকাশে আমাদের সম্মিলিত দায়িত্ব রয়েছে। এই ধরনের দিবস শিশুদের অধিকার ও কল্যাণ সম্পর্কে সমাজকে আরও সচেতন করে তোলে।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ মফিদুল আলম। তিনি বলেন, একটি শিশুও যেন অবহেলিত না হয়, সেটি নিশ্চিত করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ, এই তিনটি বিষয়ে অগ্রাধিকার দিয়ে আমরা শিশুদের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

 

র‌্যালি শেষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

 

এ সময় বক্তারা শিশুদের সৃজনশীলতা বিকাশে অভিভাবকদের উদ্বুদ্ধ করেন এবং স্কুলভিত্তিক সহ-শিক্ষা কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।