, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত কুমিল্লায় দৈনিক বর্তমান বাংলার প্রতিনিধি সভা এবং পরিচয় পত্র বিতরণ সম্পন্ন চৌদ্দগ্রামে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরাম এর কমিটি গঠন চৌদ্দগ্রামের বাতিসায় বিএনপি’র ওয়ার্ড সেক্রেটারি সহ বহু নেতাকর্মীর জামায়াতে যোগদান ওসমান হাদীর উপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে চৌদ্দগ্রামে এনসিপি’র মানববন্ধন হাদীর ওপর হামলার প্রতিবাদে তার জন্মস্থান নলছিটিতে বিক্ষোভ প্রতিবাদ সভা,দোষীদের গ্রেপ্তারে আল্টিমেটাম চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন যুবদলের উদ্যাগে আলোচনা সভা অনুষ্ঠিত ময়মনসিংহে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকের পায়ের সফল অস্ত্রোপচার চৌদ্দগ্রামকে শান্তির জনপদ হিসেবে গড়তে দলমত নির্বিশেষে ধানের শীষে ভোট দিন : কামরুল হুদা চৌদ্দগ্রামে পাওনা টাকা চাওয়ায় যুবকের উপর হামলা-বেধড়ক মারধর, থানায় অভিযোগ

সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচন লাগবে: সামান্তা শারমিন

  • প্রকাশের সময় : ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২৮৬ পড়া হয়েছে

সংবিধান পরিবর্তন করতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু সেই নির্বাচন নিয়ে টালবাহানা এবং নানা ধরনের অসহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশের পুরোনো সংবিধান কোনোভাবেই জনবান্ধব নয়, নারীর জন্য তো নয়ই।’ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপি নারী সেল চট্টগ্রামের উদ্যোগে ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সামান্তা বলেন, ‘সংবিধান প্রণয়ন কমিটিতে আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই। দল-মত ও পক্ষ নির্বিশেষে সবাই যেন নারী নেতৃত্ব তুলে আনতে পারে। আমাদের পক্ষ থেকেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বিএনপির ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩১ দফায় সবই বলা হয়েছে। তারা ডে কেয়ারের কথা বলছেন। অনেক ধরনের নারীর ক্ষমতায়নের কথা বলছেন। কিন্তু সুকৌশলে একটি বিষয় এড়িয়ে তারা গেছেন। তা হচ্ছে, নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা। জাতীয় সংসদের যে আসনগুলো সংরক্ষিত আছে, সেখানে যেন প্রত্যক্ষ ভোট হয়।’ সভায় তিনি নারীদের ১০০ আসনে প্রতিযোগিতামূলক নেতৃত্ব তুলে আনার বিষয়টিও তুলে ধরেন।

দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার বলেন, ‘সংবিধান নিয়ে আমাদের আলাপ করতে হবে। যারা বলবে তুমি কি বোঝো সংবিধানের, তাকে বলবেন- গেট লস্ট। কারণ সংবিধানটা হচ্ছে- জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল। আমাদের বলা হয়েছে, আমরা নাকি গণপরিষদ নির্বাচন বুঝি না। সংবিধান যদি পরিবর্তন করতে হয়, তাহলে গণপরিষদ লাগবে– এটা সবাই বোঝে, শুধু আপনারা বোঝেন না। সংবিধান সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই গণভোট নিতে হবে। যারা গণভোটের বিরোধিতা করছে তাদের আপনারা প্রত্যাখ্যান করুন।’

জনপ্রিয়

চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে কামরুল হুদার পক্ষে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত

সংবিধান পরিবর্তনে গণপরিষদ নির্বাচন লাগবে: সামান্তা শারমিন

প্রকাশের সময় : ০৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

সংবিধান পরিবর্তন করতে হলে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে উল্লেখ করে জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, ‘এনসিপির পক্ষ থেকে গণপরিষদ নির্বাচনের কথা বলা হয়েছে। কিন্তু সেই নির্বাচন নিয়ে টালবাহানা এবং নানা ধরনের অসহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশের পুরোনো সংবিধান কোনোভাবেই জনবান্ধব নয়, নারীর জন্য তো নয়ই।’ সোমবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে এনসিপি নারী সেল চট্টগ্রামের উদ্যোগে ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সামান্তা বলেন, ‘সংবিধান প্রণয়ন কমিটিতে আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই। দল-মত ও পক্ষ নির্বিশেষে সবাই যেন নারী নেতৃত্ব তুলে আনতে পারে। আমাদের পক্ষ থেকেও সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বিএনপির ৩১ দফার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘৩১ দফায় সবই বলা হয়েছে। তারা ডে কেয়ারের কথা বলছেন। অনেক ধরনের নারীর ক্ষমতায়নের কথা বলছেন। কিন্তু সুকৌশলে একটি বিষয় এড়িয়ে তারা গেছেন। তা হচ্ছে, নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধির কথা। জাতীয় সংসদের যে আসনগুলো সংরক্ষিত আছে, সেখানে যেন প্রত্যক্ষ ভোট হয়।’ সভায় তিনি নারীদের ১০০ আসনে প্রতিযোগিতামূলক নেতৃত্ব তুলে আনার বিষয়টিও তুলে ধরেন।

দলটির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কো-অর্ডিনেটর সারোয়ার তুষার বলেন, ‘সংবিধান নিয়ে আমাদের আলাপ করতে হবে। যারা বলবে তুমি কি বোঝো সংবিধানের, তাকে বলবেন- গেট লস্ট। কারণ সংবিধানটা হচ্ছে- জনগণের ইচ্ছা ও অভিপ্রায়ের দলিল। আমাদের বলা হয়েছে, আমরা নাকি গণপরিষদ নির্বাচন বুঝি না। সংবিধান যদি পরিবর্তন করতে হয়, তাহলে গণপরিষদ লাগবে– এটা সবাই বোঝে, শুধু আপনারা বোঝেন না। সংবিধান সংশোধন করতে হলে আপনাকে অবশ্যই গণভোট নিতে হবে। যারা গণভোটের বিরোধিতা করছে তাদের আপনারা প্রত্যাখ্যান করুন।’