, শনিবার, ১০ মে ২০২৫, ২৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে সাভারে মহাসড়ক অবরোধ নাঙ্গলকোটে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড নাঙ্গলকোটে প্রখর রোদে স্থবির জনজীবন, বেড়েছে রোগবালাই চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্রগ্রামে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত  চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৭নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে কাশিনগর ইউনিয়ন দক্ষিণ ৮নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চট্রগ্রামে “তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ” সফল করার লক্ষ্যে চৌদ্দগ্রাম স্বেচ্ছাসেবকদলের প্রস্তুতি সভা চৌদ্দগ্রামে চিওড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে তারা উপজেলা সদর ত্যাগ করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবর্ক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোনও পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু আজ দুপুর ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীর ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক আদেশে ওই তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। উল্লেখিত এলাকায় কোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে পাঁচ জন তার চেয়ে বেশি লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

১৪৪ ধারার আদেশে আরো বলা হয়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবে। যেহেতু উপজেলায় বিএনপির বিভিন্ন ইউনিট নবগঠিত এবং পদবঞ্চিত সংরক্ষুদ্ধ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনও সময় আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই মীরসরাই থানার ওসি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানান।

মঙ্গলবার সন্ধ্যায় ২৬ মার্চকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেন মীরসরাই উপজেলা বিএনপির দুইটি পক্ষ। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বুধবার সকাল ১০টায় ও পদবঞ্চিত নেতৃবৃন্দরা সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেয়।

জানা গেছে, গত ২৩ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষণার পর পর পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা ভাঙচুর চালায়। এদিকে সোমবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে।

জনপ্রিয়

সোমবার শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল

১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীরা

প্রকাশের সময় : ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫

চট্টগ্রামের মীরসরাইয়ে ১৪৪ ধারা ভেঙে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন সমর্থিত গ্রুপ। বুধবার (২৬ মার্চ) দুপুর ১২টায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় দলীয় বিভিন্ন স্লোগান দিয়ে বিএনপি নেতাকর্মীরা মিছিল দিতে থাকেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মিছিল সহকারে তারা উপজেলা সদর ত্যাগ করেন।

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন বলেন, আমরা শান্তিপূর্ণভাবে ১৪৪ ধারা ভেঙে শহীদ মিনারে পুষ্পস্তবর্ক অর্পণ করেছি। ফুল দেওয়াকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারির মতো কোনও পরিস্থিতি আজ ছিল না। প্রশাসন কেন ১৪৪ ধারা জারি করেছে সেটি বোধগম্য নয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সেজন্য বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। কিন্তু আজ দুপুর ১২টায় বিএনপির একটি গ্রুপের নেতাকর্মীর ১৪৪ ধারা ভেঙে মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে প্রবেশ করেছে। মিছিলের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ২৬ মার্চকে ঘিরে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বর ও তার আশপাশের ৫০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন স্বাক্ষরিত এক আদেশে ওই তথ্য জানানো হয়। বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল ৮টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। উল্লেখিত এলাকায় কোনও ধরনের সভা, সমাবেশ, মিছিল, গণজমায়েত, বিস্ফোরকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র বহনসহ একত্রে পাঁচ জন তার চেয়ে বেশি লোকজন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করবে।

১৪৪ ধারার আদেশে আরো বলা হয়, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালনসহ আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কর্মকর্তাদের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণ ও বিভিন্ন রাজনৈতিক দল শ্রদ্ধা নিবেদন করবে। যেহেতু উপজেলায় বিএনপির বিভিন্ন ইউনিট নবগঠিত এবং পদবঞ্চিত সংরক্ষুদ্ধ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২৪ মার্চ থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। এতে যেকোনও সময় আইনশৃঙ্খলার অবনতি ও রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তাই মীরসরাই থানার ওসি উপজেলা নির্বাহী অফিসারকে লিখিতভাবে জানান।

মঙ্গলবার সন্ধ্যায় ২৬ মার্চকে ঘিরে কর্মসূচি ঘোষণা করেন মীরসরাই উপজেলা বিএনপির দুইটি পক্ষ। নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃত্বে বুধবার সকাল ১০টায় ও পদবঞ্চিত নেতৃবৃন্দরা সকাল ৯টায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ঘোষণা দেয়।

জানা গেছে, গত ২৩ মার্চ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার মীরসরাই উপজেলা, মীরসরাই পৌরসভা ও বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষণার পর পর পদবঞ্চিত নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও হামলা ভাঙচুর চালায়। এদিকে সোমবার কমিটি বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, ঝাড়ু মিছিল ও সমাবেশ করেছে।