
আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
আজ শুক্রবার (৯ মে) রাত সাড়ে নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের পাকিজা মোড় এলাকায় অবরোধ করেন তারা। এতে মহাসড়কের উভয় লেনে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এসময় বিক্ষোভকারীরা ‘আওয়ামীলীগকে নিষিদ্ধের দাবিতে ‘’একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। ঘটনাস্থলে ঢাকা সাভার মডেল থানার কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।