
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর অঙ্গসংগঠন ‘যমুনা রক্ষায় আমরা’ (যরা) এর উদ্যোগে যমুনা অববাহিকার পরিবেশ সংকট ও তা নিরসন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার সরকারি মনসুর আলী কলেজের সেমিনার কক্ষে
বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন ‘যমুনা রক্ষায় আমরা’ সংগঠনের উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী জিয়াউর রহমান। তিনি বলেন, “যমুনা শুধু একটি নদী নয়, এটি আমাদের জীবনের অংশ। এ নদী রক্ষা করা মানে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।”
আলোচনা সভায় আঞ্চলিক কমিটির আহ্বায়ক প্রফেসর আব্দুল কাদের (খৈয়াম কাদের)বলেন, “নদীভাঙন রোধ ও যমুনা রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।”
সভায় বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের আঞ্চলিক কমিটির উপদেষ্টা ড. বেলাল হোসেন। তিনি বলেন, “নদীসংকট একটি জলবায়ু ও পরিবেশগত সংকট। তাই যমুনা রক্ষার আন্দোলন হওয়া উচিত একটি জাতীয় অগ্রাধিকার।”
স্থানীয়দের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সহকারি অধ্যাপক আব্দুল জলিল, আব্দুল্লাহ আল মামুন তালুকদার, ওয়াহিদুজ্জামান মিনু প্রমুখ। স্থানীয় বক্তাদের বক্তব্যে যমুনা অববাহিকার কাজিপুর অঞ্চলের সমস্যা এবং তার সমাধানকল্পে গুরুত্বপূর্ণ প্রস্তাবনা উঠে আসে।
যমুনায় রক্ষায় আমরা (যরা) এর আঞ্চলিক কমিটির সদস্য শফিকুল ইসলাম এর আয়োজনে এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যমুনায় রক্ষায় আমরা এর আঞ্চলিক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জিয়াউদ্দিন লিটন, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছাসেবী অংশগ্রহণ এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বানে মুখর ছিল। এ সময় অধ্যক্ষ রেজাউল করিমকে আহ্বায়ক, ওয়াহিদুজ্জামান মিনুকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
সভার শেষাংশে সভাপতির বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে সেই সাথে একযোগে নদী ও প্রকৃতি রক্ষায় সবাই যার যার অবস্থান থেকে জনসাধারণকে যমুনার পরিবেশ রক্ষায় সচেতন করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সভ্যগন ।