
কুমিল্লায় ৪ প্রতিবন্ধী শিশুকে কৃত্রিম যন্ত্রাংশ উপহারের মধ্য দিয়ে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার ১৫ তম অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে কুমিল্লা ক্লাব মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মো. তসলিম উদ্দীন।
বিদায়ী সভাপতি মফিজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে এবং অনুষ্ঠান চেয়ারম্যান .শাহ জাবেদুল হক সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশের প্রাক্তন জেলা গভর্নর রোটারিয়া্ন দিলনাশি মোহসেন, জিএসআর রোটারিয়ান আব্দুর রহমান, ক্লাব অর্গানাইজার রোটারিয়ান আবু আজমল পাঠান, রোটারী ক্লাব অব কুমিল্লার প্রাক্তন সভাপতি রোটারিয়ান ডা. তৃপ্তিশ চন্দ্র ঘোষ, চার্টার সভাপতি রোটারিয়ান ফারুক আহমেদ, চার্টার সেক্রেটারি রোটারিয়ান আব্দুল্লাহিল বাকী, অভিষিক্ত সভাপতি রোটারিয়ান ডা. সোহাগ চক্রবর্তী, ও সেক্রেটারী রোটারিয়ান সোহাগ মিয়াসহ রোটারি ক্লাব কুমিল্লা ভিক্টোরিয়ার সদস্য, তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য ক্লাবের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া প্রকাশিত ম্যাগাজিন ‘অদ্বৈতা’ এর মোড়ক উন্মোচন করা হয়।