দেশে চলমান ‘মব সন্ত্রাস’ ও ফ্যাসিবাদীদের পুনর্বাসনে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার প্রত্যয়ে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো পদক্ষিণ শেষে মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) হল প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। মিছিলটি ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন প্রতিবাদী ¯েøাগানে মুখরিত ছিল।
সোমবার (১৪ জুলাই) বিকালে চৌদ্দগ্রাম বাজারস্থ মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) হল প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র আহবায়ক মো: কামরুল হুদা।
উপজেলা বিএনপি’র সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো: শাহআলম রাজু এর সভাপতিত্বে সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপি’র আহবায়ক জিএম তাহের পলাশী, সিনিয়র যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মজুমদার, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো: ওয়াহিদুর রহমান মুক্তু, আ. ন. ম. সলিমুল্লাহ টিপু, শাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো: গিয়াস উদ্দিন, উপজেলা কৃষকদলের সভাপতি মো: শাহআলম, উপজেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন মামুন, পৌর যুবদলের আহবায়ক মো: হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: খোরশেদ আলম।
সমাবেশে বক্তারা সারাদেশব্যাপী চলমান মব সন্ত্রাস, নৈরাজ্য, গুজব, অপপ্রচার, চাঁদাবাজি, ফ্যাসিবাদীদের পুনর্বাসনে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এদেশে আর মব সন্ত্রাস চলতে দেওয়া হবে না। ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্রকারীদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের শক্ত হাতে মোকাবেলা করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য খন্দকার আল-আমিন খোকন, সাবেক সহ-দপ্তর সম্পাদক মো: জাহিদুল ইসলাম মিন্টু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসনাত মিয়া মোহাম্মদ জোবায়ের, সদস্য সচিব মো: শাহনেওয়াজ মজুমদার, যুগ্ম আহবায়ক এম এ খায়ের মজুমদার, আশিকুর রহমান আশিক, মো: আবুল হাশেম, রফিকুল ইসলাম শামীম, সহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: আনোয়ার হোসেন ডেভিড, মুন্সীরহাট ইউনিয়ন বিএনপি নেতা মো: মজিবুর রহমান মজিব, উপজেলা ছাত্রদল নেতা মো: ফখরুল হাসান, ইব্রাহিম খলিল অনিক আবির আব্দুল্লাহ চৌধুরী, কনকাপৈত ইউনিয়ন যুবদল সভাপতি কাজী মো: মহিন উদ্দিন নয়ন সহ চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।