, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা-জরিমানা নাচনমহলে ইসলামী ছাত্র আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে কুমিল্লায় জামায়াতের গণমিছিল চৌদ্দগ্রামে পূর্ব বিরোধের জেরে বাড়ীঘরে হামলা-ভাংচুর, আহত ৩ চৌদ্দগ্রামে যুবদল নেতার হাতে চিকিৎসক লাঞ্চিত তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে দেবিদ্বারে বিএনপির বিক্ষোভ মিছিল  গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ দেবিদ্বারে পানিতে ডুবে শিশুর মৃত্যু ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় কৃতিত্বপূর্ণ কাজে স্বীকৃতি পেলেন যে সকল অফিসার চৌদ্দগ্রামে মব সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ

  • প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে
  • ৪২ পড়া হয়েছে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এনসিপির সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে। হামলা চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুঁড়ে ফেলে তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার।

এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন। আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবো।

এদিকে, সকালে এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
 
এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।
জনপ্রিয়

চৌদ্দগ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে পপুলার ডায়াগনস্টিক সেন্টার সিলগালা-জরিমানা

গোপালগঞ্জে এনসিপির সমাবেশস্থলে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, ককটেল বিস্ফোরণ

প্রকাশের সময় : ১১ ঘন্টা আগে

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশস্থলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগকে দায়ী করেছে সমাবেশে উপস্থিত থাকা এনসিপির নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) দুপুর দেড়টার দিকে এনসিপির সমাবেশ মঞ্চে হামলার ঘটনা ঘটে। হামলা চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।


প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশস্থলে সকাল থেকে জড়ো হতে থাকেন এনসিপির নেতাকর্মীরা। এক পর্যায়ে দুপুরের সমাবেশস্থলে হামলা চালায় কয়েকজন যুবক। এ সময় সমাবেশস্থলের পাশে থাকা বেশ কিছু চেয়ার ছুঁড়ে ফেলে তারা। ভাঙচুর করা হয় কয়েকটি চেয়ার।

এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করে উপস্থিত এনসিপির নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করে। এসময় তারা পুলিশকে উদ্দেশ্যে করে বলেন, নিরাপত্তা দিতে না পারলে আমাদের বলুন। আমরাই আমাদের নিরাপত্তার ব্যবস্থা করবো।

এদিকে, সকালে এনসিপি কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জ পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা গাড়ি বহরে হামলা, গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
 
এর আগে বুধবার সকালে উলপুর-দুর্গাপুরের খাটিয়াগড় চরপাড়ায় সড়কে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়। ওই ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হন।