
কুমিল্লার চৌদ্দগ্রামে মো: ইয়াছিন প্রকাশ সবুজ নামের এক যুবদল নেতার হাতে লাঞ্চিত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিয়া) ডা. আবু মোহাম্মদ হাসান। অভিযুক্ত যুবদল নেতা মো: ইয়াছিন প্রকাশ সবুজ চৌদ্দগ্রাম পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরের একজন ঔষধ দোকানি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম চলার সময় চিকিৎসক লাঞ্চিতের এ ঘটনায় চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগি চিকিৎসক।
অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলার সময় অতিরিক্ত ভীড় ও বিশৃঙ্খলা দেখা দেয়। তখন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থিসিয়া) ডা. আবু মোহাম্মদ হাসান উপস্থিত হয়ে সিরিয়াল দেয়ার কাজে দায়িত্ব পালনকারীদের সহযোগীতা করছিলেন। এ সময় হঠাৎ হাসপাতালের বাইরের ঔষধ দোকানদার ও পৌর যুবদল নেতা ইয়াছিন সবুজ ডা. হাসানের বুকে সজোরে ধাক্কা দিয়ে কক্ষের ভেতরে প্রবেশ করার চেষ্টা করেন। তাকে নিয়ম মেনে সিরিয়ালে আসার জন্য বললে ডা. হাসানকে অশ্রাব্য ভাষায় গালমন্দ ও শারিরীকভাবে লাঞ্চিত করেন যুবদল নেতা সবুজ। একপর্যায়ে সে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় ভুক্তভোগি চিকিৎসক বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযুক্ত যুবদল নেতা ইয়াছিন সবুজের ব্যক্তিগত মোবাইল নম্বরে বারবার করলেও তিনি কলটি রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, ‘টিকাদান কেন্দ্রে হাসপাতালের চিকিৎসক লাঞ্চিতের ঘটনায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রশাসন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।’
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন বলেন, ‘ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। অনুসন্ধান শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’