
মনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণ-অভ্যূত্থানের সময় সংঘটিত সকল গণহত্যার বিচার ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করাসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আগামী শনিবার ঢাকার সারোওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সমাবেশ। সমাবেশটি সফল করার লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামী। উপজেলা জামায়াতের পক্ষ থেকে সমগ্র উপজেলার বিভিন্ন হাট-বাজার সহ গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ সহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। সমাবেশকে সফল ও স্বার্থক করে তুলতে ইতিমধ্যে ঢাকার উদ্দেশ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার তেরটি ইউনিয়নের অন্তত দশ হাজার জামায়াত-শিবির নেতাকর্মী যাত্রা করেছে। শুক্রবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারী মু. বেলাল হোসাইন।
উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূত্থানে আওয়ামীলীগ নেতৃত্বাধিন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এ সরকারের নেতৃত্বেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনা করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৭ দফা দাবি জানানো হয়েছিল। দাবিগুলো হলো; নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা, নির্বাচনের আগেই জুলাই গণ-অভ্যূত্থানে সংঘটিত সকল গণহত্যার বিচার নিশ্চিত করা, সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষ্যে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রয়োজনীয় মৌলিক সংস্কার নিশ্চিত করা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, জুলাই বিপ্লবে আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করা, পিআর (আনুপাতিক পদ্ধতি) পদ্ধতিতে নির্বাচন, দেশের একটা বৃহৎ জনগোষ্ঠী প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ। দাবিগুলো বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ, বিশ^ব্যাপী বার্তা প্রদান ও সাধারণ জনগণের কাছে পোঁছাতে জামায়াতে ইসলামী আগামী শনিবার (১৯ জুলাই) ঢাকার সারোওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশের ডাক দেয়। সমাবেশ সফল করতে সারাদেশের ন্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা জামায়াত ব্যাপক প্রস্তুতি নিয়েছে। ইতোমধ্যে উপজেলার জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পোস্টার-ব্যানার লাগানো সহ সমগ্র উপজেলায় দাওয়াতি কার্যক্রম শেষ করেছে। এছাড়াও সমাবেশে নেতাকর্মীদের উপস্থিত বাড়াতে জামায়াত-শিবির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো দাওয়াতী কাজ চলমান রেখেছে। উপজেলা জামায়াতের প্রত্যাশা জামায়াত-শিবির নেতাকর্মীরা জাতীয় এ সমাবেশকে সফল করতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান ও সেক্রেটারী মু. বেলাল হোসাইন শুক্রবার বিকেলে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর, চৌদ্দগ্রামে গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মু. তাহেরের নির্দেশে ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের উদ্দেশ্যে ১২০টি মাইক্রোবাস ও ৮০টি বাস ছাড়াও ব্যক্তিগত প্রাইভেটারে করে নেতাকর্মীরা যাচ্ছে। এছাড়াও সমাবেশে উপস্থিত হওয়ার জন্য বৃহস্পতিবার থেকেই অনেকে ঢাকায় নিজ আত্মীয়-স্বজনদের বাসায় অবস্থান করছেন। চৌদ্দগ্রাম থেকে অন্তত ১০ হাজার নেতাকর্মী সমাবেশে উপস্থিত হবে।