কুমিল্লা লাকসামে হায়াতুন্নবী (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হায়াতুন্নবী উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম উত্তর পাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, নিহত হায়াতুন্নবী এলাকাতেই পরিচিত মুখ ছিলেন। সকালে স্থানীয়রা একটি ঝোপের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে লাকসাম থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর জানায়, হত্যা করে গভীর রাতে মরদেহ ফেলে যাওয়া হয়ে থাকতে পারে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে তারা।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,‘ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃত দেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লা*শ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম বাবলু বার্তা সম্পাদক : তাজুল ইসলাম মিয়াজি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত