পটিয়া( চট্টগ্রাম)থেকে সেলিম চৌধুরী:- সারাদেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্টান তাদের বিভিন্ন দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করে। এর ধারাবাহিকতায় ২৩ জুলাই বৃহস্পতিবার সকালে দক্ষিণ চট্টগ্রামের সাবেক সদর মহকুমা পটিয়া উপজেলা পরিষদের সামনে মহাসড়কে পটিয়া পৌরসভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মানববন্ধন এক ঘন্টা মানববন্ধন কর্মসূচি পালন করে মানববন্ধন শিক্ষক নেতৃবৃন্দ বলেন,
মেধার প্রতিযোগিতায় প্রাথমিক পর্যায় পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বাদ দিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ গ্রহণের সুযোগ দেওয়া বড় ধরনের ষড়যন্ত্র, নিষ্পাপ কোমলমতি শিশুদের সাথে বৈষম্য ছাড়া অন্য কিছু নয়।এ ধরনের হঠকারী ও বৈষম্যমূলক সিদ্ধান্ত শিক্ষক সমাজ মেনে নেবেনা। অবিলম্বে সরকারের সিদ্ধান্ত
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন বাতিল করে পূর্বের ন্যায় সরকারি- বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষা নেয়ার জোর দাবি জানান পটিয়া পৌরসভা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদুল হক মাষ্টার, প্রধান বক্তা ছিলেন পটিয়া কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন, সভাপতিত্ব করেন সভাপতি সুনীল কুমার বিশ্বাস, যুগ্ম মহাসচিব মাষ্টার জুয়েল বড়ুয়ার পরিচালনায় এতে বক্তব্য রাখেন এইচ এম মহিউদ্দিন নুরী, মুহাম্মদ ফারুক,অমিয় দাশ, আফরোজা সুলতানা, নাসরিন আকতার,নাছিমা বেগম, স্বপন কান্তি নাথ, আব্দুল গফুর, সজল কান্তি দে,আবু সিদ্দিক সহ সকল স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ আব্দুর রহিম বাবলু বার্তা সম্পাদক : তাজুল ইসলাম মিয়াজি
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত