
কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের একটি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত যুব দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মু. মাহফুজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুহাম্মদ বেলাল হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. নূরে আলম মিয়াজী।
মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. সাখাওয়াত হোসেন শামীম এর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঘোলপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, মুন্সীরহাট ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি মো. ইসরাফিল হোসেন, ইউনিয়ন যুব বিভাগের দায়িত্বশীল সাইফুল ইসলাম, এডভোকেট সাইফুদ্দীন মজুমদার, কামরুল হাসান, মীর শাহেদুর রহমান, হাফেজ মুর্তুজা মজুমদার, মিজানুর রহমান ভূঁইয়া, ইফতেখারুল ইসলাম মজুমদার মেশকাত, দ্বীন ইসলাম মিয়াজী, গাজী মিজানুর রহমান সহ ইউনিয়ন জামায়াতে ইসলামী, ইউনিয়ন ও ওয়ার্ড যুব বিভাগের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ। এ সময় ইউনিয়ন যুব বিভাগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।