, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ময়মনসিংহে গ্রামীণ অবকাঠামো ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে চৌদ্দগ্রামে সামাজিক শালিস-বৈঠকে দুবাই প্রবাসীর ওপর হামলা, থানায় মামলা চৌদ্দগ্রাম মডেল কলেজের এইচএসসি ফলাফলে চরম বিপর্যয় ৩৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ জন চৌদ্দগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ইউএনও’র সাথে সাংবাদিক সমিতির মতবিনিময় অনুষ্ঠিত চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির সময় জনতার হাতে আটক ৩ গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করলো স্থানীয়রা এদেশে আর কাউকে ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না চৌদ্দগ্রামে শ্রীপুর ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান

চৌদ্দগ্রামে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

 

 

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে সমাপ্ত হয়।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ের দক্ষিণ পাশের মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী।

 

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি শাহ মুহাম্মদ মিজানুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ও কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন।

 

সমাবেশে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জুলাই অভ্যূত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। একটি মহল এদেশকে নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। তারাও ফ্যাসিস্টদের মত লুটপাট আর ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। এজন্যই পিআর নিয়ে তাদের এত আপত্তি। আসলে এরা আপত্তিকারী দল। একসময় এরাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপত্তি করেছিল।

সেইসময় জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামীর দাবির প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলো তারা। আজকে পিআর নিয়েও তাদের বহু আপত্তি। পিআর বাস্তবায়িত হলে দেশের মানুষের ভোটের সঠিক মূল্যায়ন হবে। এদেশে কেউই আর স্বৈরাচার হতে পারবে না। পিআর এর মাধ্যমেই জনগণের চাহিদা মত একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। তাই দেশের জনগণকে সম্পৃক্ত করে যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করার মাধ্যমে দেশে আল্লাহর আইন, সৎ লোক ও আইনের শাসন প্রতিষ্ঠা করার পথকে সুগম করতে হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাফর আহমেদ, নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মাছুম সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

জনপ্রিয়

ময়মনসিংহে গ্রামীণ অবকাঠামো ২শত কোটি টাকার ১৮৩ প্রকল্প অনুমোদনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে

চৌদ্দগ্রামে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫

 

 

পূর্ব ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ পরবর্তী বিক্ষোভ মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারের গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশ স্থলে এসে সমাপ্ত হয়।

 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারস্থ উপজেলা জামায়াত কার্যালয়ের দক্ষিণ পাশের মাইক্রো স্ট্যান্ড প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ভিপি মুহাম্মদ সাহাব উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর মজলিসে শুরা সদস্য মো. আইয়ুব আলী ফরায়েজী।

 

কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর আমির মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মু. বেলাল হোসাইন এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহীম, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি শাহ মুহাম্মদ মিজানুর রহমান, পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর কাজী মুহাম্মদ ইয়াছিন, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মো. আব্দুর রহিম, সহকারী সেক্রেটারি ও কর্ম-পরিষদ সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, কনকাপৈত ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ হাসান মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. মোজাম্মেল হোসেন।

 

সমাবেশে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জুলাই অভ্যূত্থানের হাজারো শহীদের রক্তের বিনিময়ে এদেশ আবারো স্বাধীন হয়েছে। বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। একটি মহল এদেশকে নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু করেছে। তারাও ফ্যাসিস্টদের মত লুটপাট আর ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। এজন্যই পিআর নিয়ে তাদের এত আপত্তি। আসলে এরা আপত্তিকারী দল। একসময় এরাই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপত্তি করেছিল।

সেইসময় জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামীর দাবির প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি দিয়ে ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হয়েছিলো তারা। আজকে পিআর নিয়েও তাদের বহু আপত্তি। পিআর বাস্তবায়িত হলে দেশের মানুষের ভোটের সঠিক মূল্যায়ন হবে। এদেশে কেউই আর স্বৈরাচার হতে পারবে না। পিআর এর মাধ্যমেই জনগণের চাহিদা মত একটি জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা সম্ভব হবে। তাই দেশের জনগণকে সম্পৃক্ত করে যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। এ সময় তারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রদান করে এমপি নির্বাচিত করার মাধ্যমে দেশে আল্লাহর আইন, সৎ লোক ও আইনের শাসন প্রতিষ্ঠা করার পথকে সুগম করতে হবে।

 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্ম-পরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি, বাতিসা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা সাইয়্যেদ রাশীদুল হাসান জাহাঙ্গীর, ঘোলপাশা ইউনিয়ন জামায়াতের আমীর মাস্টার কাজী আব্দুল কাদের, কালিকাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাশেম, মুন্সীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাফর আহমেদ, নায়েবে আমীর হাফেজ বদিউল আলম, সেক্রেটারি শাখাওয়াত হোসেন শামীম, পৌর যুব বিভাগের সেক্রেটারি আব্দুল্লাহ মোহাম্মদ মাছুম সহ চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।