
মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার চৌদ্দগ্রামে ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (০১ নভেম্বর) সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের সমেশপুরে ইকরা মডেল একাডেমি মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় বিশ^বিদ্যালয়ের সহকারী রেজিস্টার, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. আব্দুল লতিফ। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের আহবায়ক মো. আমির হোসাইন।
বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহবায়ক কাজী এমদাদুল হক মাসুম, মো. শাহজাহান কবির, সদস্য সচিব সাংবাদিক মুহা. ফখরুদ্দীন ইমন, স্টুডেন্ট মেধা উন্নয়ন বৃত্তি অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. ওয়াসিম উদ্দিন, জামমুড়া হলি কেয়ার একাডেমির প্রধান শিক্ষক মো ইমামুল মজুমদার, ইকরা মডেল একাডেমির পরিচালক মো. আব্দুস সাত্তার, মো. মোখলেছুর রহমান, মো. মাজহারুল ইসলাম রুবেল, মো. মনির হোসেন।
ইকরা মডেল একাডেমির প্রধান শিক্ষক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. শাহজাহান ও মো. সালমান এর যৌথ সঞ্চালানায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. রুমা আক্তার, লাইলী মজুমদার, শিউলি আক্তার, প্রিয়াংকা রানী পাল, আয়েশা আক্তার, বীনা, অভিভাবক মো. ইসমাইল হোসেন। এ সময় বিদ্যালয়ের সচেতন অভিভাবকবৃন্দ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: 








