
আগামী ১১ ই জুলাই বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ জাতীয় দল সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। সাউথ আফ্রিকায় ৩ টি ওয়ানডে আর জিম্বাবুয়েতে সাউথ আফ্রিকা সহ ত্রি দেশীয় ওয়ান ডে ম্যাচ খেলবে মোট ৮ টি। কুমিল্লার ছেলে ফাস্ট বোলার সানজিদ মজুমদার ও ফয়সাল হোসেন ডিকেন্স ভাই (ফিল্ডিং কোচ) মূল দলে সুযোগ পাওয়াতে কুমিল্লা জেলা প্রশাসক ও কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ আমিরুল কায়ছার ৯ ই জুলাই তার কর্যালয়ে আনুষ্ঠানিকতায় ঐ দুই খেলোয়াড় কে সংবর্ধনায় শুভেচ্ছা জানান।
এসময় সাথে আরো ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব পঙ্কজ বড়ুয়া, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য বদরুল হুদা জেনু, অনূর্ধ্ব ১৯ জাতীয় দলের স্ট্যান্ডবাই আরো ২ জন কুমিল্লার খেলোয়াড় মোঃ সবুজ, ইয়াসির আরাফাত ও কুমিল্লা জেলা ক্রিকেট কোচ হাবীব মোহাম্মদ মোবাল্লেগ জেমস। এসময় বিভিন্ন মাধ্যমে আরো শুভেচ্ছা জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ,এছাড়া সাবেক খেলোয়াড়, কুমিল্লার সকল ক্রিকেট কোচ, অন্যান্য খেলার সদস্য ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। তাদের পক্ষ থেকেও অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।