
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির নলছিটির নাচনমহল ইউনিয়ন শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
অদ্য বুধবার (১৬ জুলাই) ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ, বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং সরকারি খাস জমিতে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য সাবেক সভাপতি মোঃ রাকিব হোসাইন (আমির), বর্তমান সভাপতি হাফেজ সোহাগ বিন হাবিব, সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকিল, এবং ইউনিয়ন শাখার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, “পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গাছ লাগানোর বিকল্প নেই। ইসলামী ছাত্র আন্দোলন সবসময় দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখছে।”
এ ধরনের উদ্যোগ আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা।