
ময়মনসিংহ নগরীর আইনশৃঙ্খলা রক্ষায় সিটি ডিফেন্স পার্টি (এনসিডিপি) আলোচনা সভা শনিবার (১৯ জুলাই) ময়মনসিংহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভার সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাম্মের ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ সিটি ডিফেন্স পার্টির সদস্য সচিব এটিএম জাহিদ হাসনাত বুলবুল।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ডিফেন্স পার্টির প্রধান উপদেষ্টা ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতার উল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিডিপি’র উপদেষ্টা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন, ৩নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল হোসেন, ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ সাজেদ।
এ সময় বক্তব্য রাখেন সিটি ডিফেন্স পার্টির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম মাহবুবুল আলম খান, ফরহাদ আলম, মিনহাজ শেহাব ফুয়াদ, রিয়াজ মিল্কী। বক্তব্য রাখেন সম্মানিত সদস্য মোঃ ইয়ামিন, মোঃ আব্দুল হাফিজ, আতাউর রহমান বাবুল, জাহাঙ্গীর আলম আকন্দ সেলিম ও খাদিজা আল কোবরাসহ প্রমুখ।