
কুমিল্লার নাঙ্গলকোট উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ এর “গৃহ নির্মাণ প্রকল্পের ৯তম ঘরের উদ্বোধন শনিবার বিকেলে করা হয়েছে।
এতে উত্তর মাহিনী অসহায় হতদরিদ্র রবিউল হককে এ ঘর নির্মাণ করে দেওয়া হয়। উত্তর মাহিনী সমাজ কল্যাণের প্রধান উপদেষ্টা ইসাক হাজারীর পরিচালনা এ সময় উপস্থিত ছিলেন , বিশিষ্ট সমাজসেবক কাজী শাহ্ আলম, সমাজ কল্যাণের সভাপতি ফয়েজ উল্লাহ হাজারী, মাওলানা ইয়াসিন ভেন্ডার, মাষ্টার আমির হোসেন, মির হোসেন, আর্মি আবুল কালাম, জাফর খন্দকার, স্বপন হাজারী , আলমগীর হাজারী, লুৎফুর রহমান, হায়াতেনবীসহ উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদের সদস্য বৃন্দু ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে আলিম উদ্দিন লতিফি দোয়া মোনাজাত মধ্যে দিয়ে ঘরটি উদ্বোধন করা হয়েছে।