
ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিশু কিশোর ও আশপাশের নিহতদের প্রতি গভীর শোক এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় কমিটি।
সংগঠনটির সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান যুক্ত বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বলেন ঘটনাস্থলে হতাহতের। মধ্যে ২০টি শিশুকে বাঁচিয়ে নিজের শরীরে ৮০% অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুকে আলিঙ্গন করে দায়িত্ব ও মানবতার উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মাহরিন মিস চলে গেলেন না ফেরার দেশে। এ মৃত্যুঞ্জয়ী বীর নারী সহ সকল নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি! আহতদের পাশে মানবতার ফেরীওয়ালা হয়ে চিকিৎসকদের এগিয়ে আসার আহবান জানিয়ে মহান সৃষ্টিকর্তা আল্লাহ্র দরবারে তাদের সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন।
নেতৃবৃন্দ বলেন, এ বিমান দুর্ঘটনায় নিহত আহতদের নিয়ে রাজনীতির আগে মানবতাকে প্রাধান্য দেওয়ার বিনীত আহবান জানিয়ে চিকিৎসকদের সেবা করার সুযোগ করে দিন, বিশেষ করে দগ্ধ রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর সামন্ত লাল সেনকে যন্ত্রণায় কাতর নিষ্পাপ শিশুদের পাশে দাঁড়াতে দিন।
ঢাকা মেডিকেলের পাশে বার্ন ইউনিটে আহত বেচেঁ থাকা শিশু যুবকদের নাম শামীম ইউসুফ (১৪), মাহিন (১৫), আবিদ (১৭), রফি বড়ুয়া (২১), সায়েম (১২), সায়েম ইউসুফ (১৪), মুনতাহা (১১), নাফি () মেহেরিন(১২), আয়মান (১০), জায়েনা (১৩), ইমন(১৭), রোহান (১৪), আবিদ (৯), আশরাফ (৩৭), ইউশা (১১), পায়েল (১২), আলবেরা (১০), তাসমিয়া (১৫), মাহিয়া (), অয়ন (১৪), ফয়াজ (১৪), মাসুমা (৩৮), মাহাতা (১৪), শামীম, জাকির (৫৫), নিলয় (১৪), সামিয়া প্রমুখ এছাড়াও রয়েছে বিভিন্ন চিকিৎসালয়ে ২ শতাধিক আহত রোগী মৃত্যুযন্ত্রনায় কাতরাচ্ছে তাদের পাশে যে যার অবস্থান থেকে পাশে দাড়ান মানবিক হোন এমনই প্রত্যাশা নেতৃবৃন্দের। সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রশিক্ষণ নেওয়া বিমান ট্রাজেডিতে আহত দু’শতাধিক পাইলট সহ নিহত -২০ এ সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে।
হে মহান আল্লাহ, তুমি আহত নিষ্পাপ শিশুদের হেফাজত করো আমিন। প্রত্যেক পিতামাতা ভাইবোনদের শোক সাইবার শক্তি দাও, আহতদের সুস্থতা দান করো প্রার্থনা করে সকলের দোয়া কামনা করেছেন।